সম্প্রতিক বছর সমূহের (০৩ বছরের) প্রধান অর্জন সমূহঃ
সকল ফসলের বীজের বীজমান নিশ্চতকরণই বীজ প্রত্যয়ন এজেন্সীর প্রধান কাজ। বিগত ০৩ বছরে নোটিফাইড ফসলের ২৮০ হেক্টর বীজ ফসলের মাঠ পরিদর্শন ও মূল্যায়ন করা হয়েছে-যার আওতায় উৎপাদিত বীজের পরিমাণ ছিল ১০২০ মে.টন। মিনি বীজ পরীক্ষাগারে 120 টি বীজ নমুনার বিশুদ্ধতা, আর্দ্রতা ও অঙ্কুরোদগম ক্ষমতা পরীক্ষা করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস